শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
হাসপাতাল থেকে চুরি

দুই দিনেও উদ্ধার হয়নি নবজাতক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক (ছেলে) দুই দিনেও উদ্ধার হয়নি। অপারেশন পরবর্তী চিকিৎসা নিতে এখনো হাসপাতালের বেডে আছেন মা সাফিয়া খাতুন। দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলছে। নবজাতকের বাবা দিপু আলী পেশায় বিড়ি শ্রমিক। তার বাড়ি পাশর্^বর্তী ভেড়ামারা উপজেলার মহিষাডরা গ্রামে। অসুস্থ স্ত্রীকে রেখে সন্তান খুঁজতে বের হয়েছেন তিনি। অসহায় মা সাফিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার প্রথম সন্তান চুরি হয়ে গেল। ওকে এনে দেন। দিপু-সাফিয়া দম্পতির দুই বছর হলো বিয়ে হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি।

সর্বশেষ খবর