শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হত্যা ও ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

নাটোর ও সিরাজগঞ্জ প্রতিনিধি

হত্যা ও ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

নাটোরে ধর্ষণ মামলার ১৯ বছর পর আবু বককার ও রান্টু নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহিম গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু বককার নাটোর সদর উপজেলার আবদুস সাত্তারের এবং রান্টু গুরুদাসপুরের আনোয়ার হোসেনের ছেলে। এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা ২০০৫ সালের ২৫ মে সদর উপজেলার হালসা গ্রামের এক কিশোরীকে অপহরণ করে। তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা করে। ওই বছরের ৮ জুন ভিকটিমকে উদ্ধারের পর তার মামা সদর থানায় অভিযোগ করেন। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যা মামলার রায়ে মাসুদ (৪১) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদের বাড়ি তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামে।

 

 

সর্বশেষ খবর