শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভুয়া ডাক্তার সেজে চেম্বার

দিচ্ছেন মা শিশুর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চিকিৎসক হওয়ার জন্য নেই কোনো সনদ। তবু তিনি ডাক্তার। বিকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখেন। দেন ব্যবস্থাপত্র। পরিচয় দেন বগুড়ার ২৫০ শয্যার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে। কর্তৃপক্ষ বলছে, ওই হাসপাতালে এ ধরনের কোনো পদই নেই। বগুড়ার দুপচাঁচিয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার নাম সঞ্জয় কুমার দেবনাথ। ম্যাজিস্ট্রেট সেজে গ্রেফতার হওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিল। জামিনে বের হয়ে বগুড়া সদরের ফণিরমোড়ে আরাদ্ধা মেডিকেল হল খুলে বসেছেন। নাম পরিবর্তন করে রেখেছেন সঞ্জয় চন্দ্র দেব। ডাক্তারি পাস না করেও নামের আগে ডাক্তার লিখে চেম্বারে মা ও শিশু রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দুই মাস ধরে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন। এখানে চিকিৎসা নিতে আসা রোগীর বেশির ভাগই গরিব ও অশিক্ষিত। এ মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন সঞ্জয়। তিনি জানান, গত বছর গ্রেফতারের বিষয়টি ছিল ভুল বোঝাবুঝি। এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছি। সঞ্জয় বলেন, বর্তমানে ২৫০ শয্যার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন কাজল জানান, এখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারে কোনো পদ নেই। সঞ্জয় চন্দ্র দেব নামে কোনো ডাক্তারও নেই।

সর্বশেষ খবর