শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদা না পেয়ে বিষ ঢেলে পুকুরের মাছ নিধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

চাঁদা না পেয়ে বিষ ঢেলে পুকুরের মাছ নিধন

কালিয়াকৈরে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে বিষ ঢেলে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুবাইল এলাকার সোহরাব হোসেনের মাছের খামারে। এ ঘটনায় সোহরাব হোসেন বুধবার রাতে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুবাইলে সোহরাব হোসেন ১০ বিঘা জমি লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছেন। গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কে বা কারা ফোন করে সোহরাবের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। চাঁদা না দিলে পুকুরের মাছ রক্ষা করতে পারবে না বলে হুমকি দেয়। ৬ ফেব্রুয়ারি রাতে তার পুকুরে বিষাক্ত ট্যাবলেট দেওয়া হয়। পরদিন সব মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় ওই এলাকায় মাছের খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈরে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর