শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

যানবাহন চলাচলে বিঘ্ন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর আঞ্চলিক বাইপাস সড়কের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর আঞ্চলিক বাইপাস সড়কের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুতের খুঁটি রেখেই এর ডিভাইডারের কাজ সম্পন্ন করা হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। টার্নিং নেওয়ার সময় এখানে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। যানবাহন চালকরা বলছেন, সড়কে এ যেন মরণ ফাঁদ। যে কোনো সময় ওই স্থানে প্রাণহানির মতো ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, অচিরেই যেন জনস্বার্থে বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে নেওয়া হয়। সওজ বলছে, খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎকে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ-নছরতপুর আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। পণ্যবাহী গাড়িও চলে সড়কটি দিয়ে। সড়কের মাঝখানে খুঁটি থাকার কারণে টার্নিং নেওয়ার সময় প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। সড়কে নতুন করে কার্পেটিং কাজ শেষ হলেও বিদ্যুতের খুঁটি রয়েই গেছে। খুঁটি তুলতে গেলে আবার সড়ক খুঁড়তে হবে। বিদ্যুৎ ও সড়ক বিভাগের সমন্বয়হীনতার কারণে এমনটা হয়েছে, অভিযোগ স্থানীয়দের। সরেজমিন দেখা যায়, ধুলিয়াখাল বাইপাস সড়কে নতুন করে ডিভাইডার তৈরি করা হয়েছে। কিন্তু সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি বড় তিনটি বিদ্যুতের খুঁটি। যে কোনো গাড়ি টার্নিং নেওয়ার সময় একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একই স্থানে পাশে আরও একটি খুঁটি রয়েছে। একই অবস্থা পাইকপাড়া মোড়েও। সেখানেও ডিভাইডার তৈরি করা হয়েছে সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে। এখান দিয়ে চলাচলকারী যানবহন চালকরা বলছেন, সড়কে এ যেন একটি মরণ ফাঁদ। বাসচালক বাবুল মিয়া জানান, এখানে একটু অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ডিভাইডার দিয়ে সড়ক প্রশস্ত করায় বিদ্যুতের খুঁটিগুলো সড়কের মাঝ বরাবর হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আলী মিয়া বলেন, সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখে কাজ সম্পন্ন করা যৌক্তিক নয়। এটা দুই বিভাগের সমন্বয়হীনতা ছাড়া আর কিছু নয়। হাবিবুর রহমান জানান, সড়কে খুঁটি থাকার কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত যেন এসব খুঁটি সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, দ্রুত সময়ের মধ্যে কাজটি করতে গিয়ে এমনটা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎকে চিঠি দেওয়া হয়েছে। তারা খুঁটিগুলো সড়ক থেকে সরিয়ে নেবে বলে আমাদের জানিয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, খুঁটি সরানোর খরচ সড়ক বিভাগকে বহন করতে হবে। আমরা টাকার ডিমান্ড পাঠিয়েছি। জনস্বার্থে খুঁটিগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর