শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি

নোয়াখালী প্রতিনিধি

অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি

বালু তোলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী বধূগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ঝুঁকিতে পড়ছে শত শত পরিবার। অবৈধ বালু তোলা বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে বালু তোলা বন্ধ রাখার আদেশ দেন। একই সঙ্গে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেন। কয়েক দিন পর পুনরায় স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে সেখান থেকে বালু তোলা শুরু করেন জড়িতরা। এতে ৭০০-৮০০ পরিবার হুমকির মধ্যে পড়বে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইব্রাহীম রানা, জাহাঙ্গীর আলম, মিনারা বেগম প্রমুখ। স্থানীয় চর ওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, অবৈধভাবে বালু তোলায় অসংখ্য পরিবার ঝুঁকিতে আছে। এটা বন্ধ করা দরকার। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘটনাস্থলে একবার সহকারী কমিশনার-ভূমি অভিযান চালান। তিনি বালু তোলা বন্ধ করে সরঞ্জাম ইউপি সদস্যের জিম্মায় রেখে আসেন। ইউএনও জানান, ভূমিমালিক বালু তোলার জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়েছে কি না জানি না। জেলা প্রশাসক অনুমতি দিলে তারা তাদের জায়গা থেকে বালু তুলতে পারেব। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। 

সর্বশেষ খবর