শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাট ও লক্ষ্মীপুর প্রতিনিধি

বাগেরহাটে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সদর উপজেলার যাত্রাপুর বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে লাগা আগুনে কসমেটিকস, জুতা, স্যানিটারি, লেপতোশক, সুতা-বোতাম, মুরগি ও মাছের খাবারের দোকানসহ ৯টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এদিকে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। কমলনগরের হাজিরহাট বাজারে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভীররাতে বাজারে আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

সর্বশেষ খবর