শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভুয়া চিকিৎসকের দুই বছর কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মহাম্মদপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুজন আলী। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সুজন আলী মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নাদির হোসেন শামীম জানান, মহাম্মদপুর গ্রামে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন সুজন। ভুল চিকিৎসায় দুই দিনের এক শিশু মৃত্যুর অভিযোগে অভিযান চালানো হয়। সুজন চিকিৎসা-সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

সর্বশেষ খবর