শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৮

গাইবান্ধা প্রতিনিধি

সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৮

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা

গাইবান্ধায় রওশন আলম পাপুল নামে স্থানীয় এক সাংবাদিকের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তার বাবা-মা, ভাইসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আহতরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন চিকিৎসক। মামলার বিষয়টি গতকাল নিশ্চিত করেন সদর থানার ওসি মাসুদ রানা। পৌরসভার নারায়ণপুরে পাপুলের বাড়িতে বুধবার সন্ধ্যায় এ হামলা হয়। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিকরা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মামলাসূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকের বাবা-মা কাজ করছিলেন। এ সময় আবুল হোসেন, মধু মিয়া, জাহাঙ্গীর মিয়াসহ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে পাপুলের বাড়িতে ঢুকে পরিবারের ওপর হামলা চালায়। মামলার বাদী পাপুলের চাচা হাছেন আলী বলেন, বল্লমঝাড় এলাকার আবুল হোসেন এবং নারায়ণপুরের জাহাঙ্গীর ও মধু মিয়ার সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। ওই জমি দখলের জন্য তারা বসতবাড়িতে হামলা চালায়। এর সঠিক বিচার চাই। সদর থানার ওসি মাসুদ রানা বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর