রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বার স্ক্যান কোডে মিলবে পরিবারের সব তথ্য

ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট বসছে ইউনিয়নে

মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়ার ধুরং ইউনিয়নের প্রত্যেক পরিবারকে বার স্ক্যান কোডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কুতুবদিয়া উপজেলার মধ্যে যা প্রথম। ইউনিয়ন পরিষদের (ইউপি) সব ধরনের সুযাগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটে থাকবে বার কোড। যা স্কান করলেই পাওয়া যাবে ওই পরিবারের সব তথ্য। ধুরং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াউল করিম ও জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন পরিষদের এটা ভালো উদ্যোগ। বাস্তবায়ন হলে স্মার্ট হিসেবে গণ্য হবে আমাদের ইউনিয়ন। ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, আগে পরিষদ টিনের হোল্ডিং প্লেট দিত এবং প্রতি বছর নবায়ন করতে হতো। ডিজিটাল নম্বর প্লেট একবার নিয়ে সংরক্ষণ করলে পুনরায় নেওয়ার প্রয়োজন নেই। যেখানে বার স্ক্যান কোড থাকবে। কোড স্কান করলেই হোল্ডিংধারীর সব তথ্য দেখা যাবে। সঙ্গে পরিষদের ডিজিটাল সেন্টারে সংরক্ষিত থাকবে ডাটাবেজ। জনগণের হোল্ডিং ট্যাক্সের বিষয়ে তথ্য জানা যাবে ডাটাবেজ থেকে। হোল্ডিং ট্যাক্স যারা আদায় করবেন তাদের মোবাইলে চলে যাবে ক্ষুদেবার্তা। জানা যাবে কত টাকা ট্যাক্স বকেয়া আছে তা-ও। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ ভিজিডির আওতায় যারা থাকবে তাদেরও তথ্য সংরক্ষিত থাকবে ডাটাবেজে। কুতুবদিয়ার ইউএনও রাশেদুল ইসলাম জানান, এটি নিশ্চয়ই ভালো উদ্যোগ। আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর