রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে প্রতারণা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চাকরি দেওয়ার নামে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতারকদের কাছ থেকে চাকরিপ্রত্যাশীদের ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, সাতটি ব্যাংক চেক, তিনটি মোবাইল ফোন, ৯টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ভুয়া আইডি ও ভিজিটিং কার্ড, তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার উত্তর ভবানিপুরের তাহের মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম ও নাওগার পোরশা থানার লক্ষ্মীপুর গ্রামের আকিমুদ্দিনের ছেলে আবু তাহের (৪২)। পুলিশ বাদী হয়ে আটকদের নামে মামলা করে আদালতে পাঠিয়েছে।

সর্বশেষ খবর