রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

দিনাজপুর প্রতিনিধি

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত দিনাজপুরের মৃৎশিল্পীরা। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। পুরোদমে চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষে ফুটিয়ে তোলে প্রতিমার রূপ। এর পর রং-তুলির আঁচড় শেষে শুরু হবে প্রতিমা বিক্রি। বেচাবিক্রি চলবে পূজা শুরুর আগ পর্যন্ত। খানসামা উপজেলার পাকেরহাট হাসপাতাল রোড ও বিষ্ণুপুর সেন পাড়ায় গিয়ে দেখা যায়, শিল্পীরা প্রতিমা বানাচ্ছেন। বিভিন্ন আকারের পছন্দের প্রতিমার অর্ডার দিচ্ছেন ক্রেতারা। সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার জন্য বাড়িতে নির্মাণ করে অস্থায়ী মন্দির। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। কারিগররা জানান, আকারভেদে প্রতিটি প্রতিমা ৭০০-৩০০০ টাকায় বিক্রি হয়। প্রতিমা অর্ডার দিতে আসা শিক্ষার্থী তিতাস সেন বলেন, এবারও বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করব। খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ধীমান চন্দ্র দাস বলেন, এ পূজা শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা পালনে পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। পূজারিদের প্রতি আহ্বান পূজা সম্পন্ন করেই তারা যেন প্রতিমা বিসর্জন করেন।

সর্বশেষ খবর