রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার সব স্বেচ্ছাসেবীকে নিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি।’ পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গতকাল পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আবার অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন। তারা মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার পাশাপাশি ভালো কাজে সব সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর