সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সৈয়দপুর রেলস্টেশনে রাজস্ব আয় ১১ কোটি ৪৬ লাখ টাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর রেলস্টেশনে ২০২৩ সালে টিকিট বিক্রি করে ১১ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ১২০ টাকা রাজস্ব আয় হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি মাসে রাজস্ব আয় হয়েছে ৯৩ লাখ ২১ হাজার ৯৯১ টাকা। ২০২৩ সালের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৯১ লাখ ৬৮ হাজার ৫০২ টাকা। এ বছর এক মাসে স্টেশনটিতে টিকিট বিক্রি থেকে রাজস্ব আয় গতবারের চেয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৮৯ টাকা বেশি। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সৈয়দপুর হয়ে আটটি ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তনগর এক্সপ্রেস ছয়টি, মেইল একটি এবং আন্তর্জাতিক একটি ট্রেন রয়েছে। ঢাকা-ভারতের শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী মিতালী এক্সপ্রেসের স্টপেজ ও টিকিট বিক্রি সুবিধা নেই সৈয়দপুর স্টেশনে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন রাজস্ব আয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ স্টেশনে টিকিটের চাহিদা অনেক। বরাদ্দ কম হওয়ায় চাহিদামতো টিকিট সরবরাহ করতে পারি না। টিকিট বরাদ্দ বাড়ালে রাজস্ব আরও বাড়বে আশাবাদী তিনি।

সর্বশেষ খবর