মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৫২ শিক্ষার্থী

এবারও ঈর্ষণীয় সাফল্য সৈয়দপুর বিজ্ঞান কলেজের

নীলফামারী প্রতিনিধি

এবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। গত রবিবার প্রকাশিত ফলে এ পর্যন্ত ৫২ জন প্রথম তালিকায় বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অপেক্ষমাণ তালিকায় আছেন অনেকে। এ সংখ্যা আরও বাড়বে বলে জানান প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে ৩৬, ২০২২ সালে ৩৯, ২০২১ সালে ৪০, ২০১৯ সালে ৩৬ ও ২০১৮ সালে ৩৮ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কলেজ সূত্রে জানা যায়, ২০২৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২২৬ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৫২ জন সুযোগ পেয়েছেন সরকারি মেডিকেল কলেজে ভর্তির। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, এখানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ধারাবাহিক সাফল্য ধরে রাখা সম্ভব হচ্ছে।

সর্বশেষ খবর