শিরোনাম
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কেজিতে জিরার দাম কমেছে ৪০০ টাকা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমেছে ৪০০ টাকা। দুই মাস আগে ১ হাজার ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই জিরা এখন বিক্রি হচ্ছে ৭২০ টাকা কেজির। হিলি বাজারের মসলা ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন জিরা উঠায় আমদানি বেড়েছে। এ কারণে দাম কমছে। আমদানিকৃত ভালো মানের কাকা জিরা ৭২০, বাবা জিরা ৭২০, মধু জিরা ৭২০, অমরিত জিরা ৭২০, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবি গোল্ড জিরা ৮৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর