মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাজে ধীরগতিতে অসন্তোষ

হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ

নেত্রকোনা প্রতিনিধি

জেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত বিষয়ে জেলা কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। সংশ্লিষ্ট উপজেলাগুলোর পিআইসি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশীদের কাছে কাজের অগ্রগতি শুনে অসন্তোষ প্রকাশ করেন সভাপ্রধান এবং কমিটির সদস্যরা। জানা যায়, পাউবোর তত্ত্বাবধানে জেলার হাওরাঞ্চলের ১৫৬ কিলোমিটার বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজ শুরু হয়েছে। ১৮০টি প্রকল্প কমিটি গঠনের (পিআইসি) মাধ্যমে ৩০৯টি ছোটবড় হাওরের কয়েকটিতে ফসল রক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত (১২ ফেব্রুয়ারি) কোথাও ৫০ ভাগ আবার কোথাও কাজ হয়েছে মাত্র ৩০ ভাগ। মনিটরিং কমিটির জেলা পর্যায়ের সভায় অনেক স্থানে কাজের ধীরগতি নিয়ে আলোচনা করা হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান জানান, জেলার মোট ১০ উপজেলার মধ্যে সাতটির বিভিন্ন হাওরের ১৮০টি পিআইসির মধ্যে খালিয়াজুরীই ১১০টি। তিনি বলেন, গত বছরের তুলনায় সার্ভে করে এবার অযাচিত পিআইসি কমানো হয়েছে। এতে সরকারের কয়েক কোটি টাকা কম লাগছে। তিনি বলেন, বাঁধ নির্মাণ ও মেরামত পর্যন্ত সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন স্থানে কাজের ধীরগতির তথ্য শুনে জেলা প্রশাসক শাহেদ পারেভজ নির্দিষ্ট সময়ের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে দিনে-রাতে কাজ করে সব বাঁধ সম্পন্নের নির্দেশনা দেন।

সর্বশেষ খবর