মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চোখের সামনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্ন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর ডাসার উপজেলার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের আয়ের একমাত্র অবলম্বন ছিল একটি মুদি দোকান। দোকানে বিকিকিনি করে যে আয় হয় তা দিয়েই জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। চোখের সামনে তার সেই স্বপ্ন পুড়ে গেছে। রবিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে নিমেষেই দোকানটি পুড়ে যায়।  এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান করে দুই মেয়ে ও স্ত্রীসহ চারজনের সংসার চালান কাঞ্চন। দোকান হারিয়ে এখন দিশাহারা তিনি। কাঞ্চন উপজেলার বেতবাড়ী গ্রামের সৈয়দ সোমেদ আলীর ছেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ধারদেনা ও লোন করে দোকানটি দিই। এর আয় দিয়ে সংসার চলে। প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পর শুনি আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ডাসারের ইউএনও কানিজ আফরোজ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসহায় পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর