বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মা হত্যায় ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে মা ফাতেমা খাতুনকে (৮৫) হত্যা মামলায় ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ দন্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার রেহাইশুরিবেড় গ্রামের আবদুস সামাদ (৬৫) ও তার স্ত্রী রশিদা খাতুন (৬০)। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ১ নভেম্বর সকালে রেহাইশুড়িবেড় গ্রামের ফাতেমা খাতুনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে আবদুর রহিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে সামাদের ছেলের স্ত্রী রুনাকে আটক করলে তিনি ঘটনার বিবরণ দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুস সামাদ ও তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ড নেন। এতে দুজনই হত্যায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে উল্লেখ করেন, আবদুস সামাদ ও তার স্ত্রী রশিদা খাতুন মাকে সংসারের বোঝা মনে করে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক ৩১ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে সামাদ ও তার স্ত্রী বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন মা ফাতেমাকে। তবে নিহতের গোঙানির শব্দে নাতি বউ রুনা খাতুন জেগে উঠে গলা কাটা লাশ দেখতে পান।

সর্বশেষ খবর