বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাতা খেলা দেখতে মানুষের ভিড়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের ‘পাতা খেলা’। সদর উপজেলার রহমতপুরে গতকাল এ খেলার আয়োজন করেন স্থানীয় কয়েকজন যুবক। বিলুপ্তপ্রায় খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকার শত শত মানুষ। ৮ থেকে ১০টি তান্ত্রিক দল প্রতিযোগিতায় অংশ নেয়। শুরুতে মাঠের মধ্যে লাগানো হয় কলা গাছ। এরপর নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির কয়েকজন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল মন্ত্রের মাধ্যমে বেশি পাতা বশ করতে পারবে সেই দলই হবে বিজয়ী।

সুলতান মাহমুদ নামে একজন দর্শক বলেন, এই পাতার খেলার নাম আগে কয়েকবার শুনেছি। কখনো দেখা হয়নি। এবার আমাদের এলাকায় খেলার আয়োজন করা হয়েছে শুনে দেখতে এসেছি। ষাটোর্ধ্ব আফজাল হোসেন বলেন, আমাদের বাপ-দাদার আমলে পাতা খেলা অনেক দেখা যেত। আজ অনেকদিন আবার পাতা খেলা দেখতে পেয়ে ভালো লাগছে। আয়োজক কমিটির সদস্য তানভীর ইসলাম বলেন, হারিয়ে যাওয়া খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

 

সর্বশেষ খবর