বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ

নাসিম উদ্দিন নাসিম, নাটোর

৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ

নাটোর-বাগাতিপাড়া সড়কে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত, খানাখন্দ সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সড়ক দিয়ে প্রায় ৪০ গ্রামের মানুষ জেলা সদর ও বাগাতিপাড়া সদরে যাতায়াত করেন। ১৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কের চার কিলোমিটার অংশে প্রায় পাঁচ বছর আগে সৃষ্টি হয় খানাখন্দ। এ ছাড়া সড়কের দুই ধারের পাকা অংশসহ বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়। এতে এ পথে চলাচলকারী যানবাহনকে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হয়। সংশ্লিষ্টরা জানান, নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার মধ্যকার সংযোগ সড়কের দূরত্ব ১৩ কিলোমিটার। এর মধ্যে নাটোর সদর উপজেলার অংশ রয়েছে প্রায় চার কিলোমিটার। বিগত বছরগুলোয় সড়কের এ অংশে দুই ধারে ভেঙে গেছে। ওই অংশের কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এ ছাড়া সড়কের কিছু কিছু স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এলাকাবাসী জানায়, প্রায় পাঁচ বছর আগে সড়কটি খানাখন্দ সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে প্রায় ৪০ গ্রামের মানুষকে দুর্ভোগ নিয়ে এ পথে চলতে হয়।

তেবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ওমর আলী বলেন, গত বছর কিছু অংশ মেরামত করা হয়। তবে এখন তা আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, সড়কটি পুনঃনির্মাণের জন্য একটি প্রকল্প সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এটি পাস হলে সড়কের ভাঙা অংশ পুনঃনির্মাণ শুরু হবে।

সর্বশেষ খবর