বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পতাকা বৈঠকের পর ফেরত তিনটি ছাগল

দিনাজপুর প্রতিনিধি

হিলি সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তিনটি ছাগল ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার বিকালে ছাগল তিনটি ঘাস খেতে খেতে ভারতে প্রবেশ করলে হেফাজতে রাখে বিএসএফ। মঙ্গলবার হিলি সীমান্তের ৬ নম্বর বিজিবি পোস্টে শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে এগুলো বুঝিয়ে দেন। পরে তা মালিক চায়না বেগমের কাছে হস্তান্তর করা হয়। চায়নার বাড়ি হাকিমপুর উপজেলায়।

তিনি সাংবাদিকদের বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সামনে ছাগল তিনটি ছেড়ে দিয়েছিলাম। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও এগুলো ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর জানতে পারি তা ভারতে চলে গেছে।

দিনাজপুরের হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, ছাগলগুলো ভারতে চলে যাওয়ার বিষয়টি বিএসএফকে অবগত করলে তারা এগুলো হেফাজত রেখেছিল। মঙ্গলবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ছাগলগুলো ফিরিয়ে আনা হয়। পরে তা মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর