বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কৃষক আমির হোসেন হত্যা মামলায় সুমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমন শ্বশুরবাড়ি জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে থাকতেন। তার বাবার নাম নুরুন্নবী।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৮ আগস্ট দণ্ডপ্রাপ্ত সুমনকে পলিকাদোয়া গ্রামের আমির হোসেন তাচ্ছিল্য করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সুমন আমিরের ঘাড়ের কাছে ঘুষি মারেন। স্থানীয়রা দুজনের গ গোল থামিয়ে আমিরকে কিছু দূর নিয়ে যাওয়ার পর পড়ে যান এবং সেখানেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন।

 

সর্বশেষ খবর