বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঐতিহ্যবাহী দই মেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী দই ও চিড়া মুড়ি-মুরকির মেলায় আনন্দে মেতেছিল বিপুল সংখ্যক মানুষ। গতকাল তাড়াশের ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও নাটোর থেকে ঘোষেরা ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নাম ও স্বাদের দই এবং চিড়া-মুরি মুকরির পসরা সাজিয়ে বসেন এ মেলায়।

দইসহ মুড়ি মুরকি কিনতে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রেতা। মেলায় বেচাকেনাও ভালো হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ডা. গোপাল চন্দ্র ঘোষ জানান, প্রায় আড়াই শ বছর আগে তাড়াশের জমিদার বনওয়ারি লাল রায় বাহাদুর ভারত বর্ষের বিভিন্ন সাধু ও বৈষ্যদের তাড়াশের রাধাগোবিন্দ নাটমন্দির পরিদর্শনের জন্য নিমন্ত্রণ করেন। জমিদারি প্রথা অনুসরণ করে জমিদার বনওয়ারি লাল রায় বাহাদুর অতিথিদের আপ্যায়নের জন্য দই, চিড়, মুরি-মুরকির ব্যবস্থা করেন। সেই থেকে প্রতি বছর মেলার প্রচলন শুরু হয়। প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে দই মেলায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর থেকে ঘোষেরা দই এনে মেলায় বিকিকিনি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর