বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগী

এক বেডে একাধিক, অনেকে ফ্লোরে

জুুন্নু রায়হান, ভোলা

ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগী

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। এ হাসপাতালে রয়েছে ডাক্তার, নার্স আর শয্যা সংকট। এ অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। রোগীর চাপ বাড়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহে এ হাসপাতালে দৈনিক গড়ে ৩৪২ রোগী ভর্তি হয়েছেন। কেবল শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ৬৮৫ জন। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ছিল ১৬৯ জন। এত অধিক সংখ্যক রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা। হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, একটি বেডে গাদাগাদি করে ২/৩ রোগীকে থাকতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ভোলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সালাউদ্দিন জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগীর চাপ বেশি। তারপরও সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আগামীতে রোগী আরও বাড়তে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, ২৫০ শয্যার হাসপাতালে দৈনিক ৪০০ থেকে ৪৫০ রোগী থাকে। ইতোমধ্যে ২৫০ শয্যার হাসপাতালের জন্য ডাক্তার এবং নার্সের পদ সৃষ্টি করা হয়েছে। এখনো ডাক্তার-নার্স দেওয়া হয়নি। তিনি আরও জানান, চিকিৎসকের ৬০টি পদের বিপরীতে বর্তমানে আছেন ২৪ জন।

সর্বশেষ খবর