বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিদ্যালয় চত্বরে ধূমপান নিষেধ করায় হামলা-ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যালয় চত্বরে বহিরাগতদের ধূমপান নিষেধ করায় বিদ্যালয়ের অফিস ও বিদায় অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতিমা বাদী হয়ে ওই দিন রাতেই দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর বলেন, মঙ্গলবার দুপুরে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় বহিরাগত কয়েক যুবক বিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ধূমপান করছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সেখানে ধূমপান করতে নিষেধ করেন। কিছুক্ষণ পরে কয়েকজন বহিরাগত বিদ্যালয়ের অফিস ও বিদায় অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই হামলাকারীদের ধাওয়া করে। এ সময় তারা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওসি আরও জানান, মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর