বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নববধূকে গলা কেটে হত্যা

পালানোর সময় সীমান্তে স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় মোবাইল দেখা নিয়ে মনোমালিন্যের জেরে নববধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী আবদুল হামিদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল উপজেলার  হীরাপুর বড় মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালনোর চেষ্টাকালে বিজিবি ও আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। হামিদ উপজেলার হীরাপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিয়ের পাঁচ দিনের মাথায় স্ত্রী তাছলিমাকে গলা কেটে হত্যা করে হামিদ। এ ঘটনায় নিহতের বড় ভাই মামলা করেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল হামিদ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আবদুল হামিদ জানিয়েছেন, তার স্ত্রী মোবাইলে টিকটক দেখতেন এবং অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন হামিদ বাজার থেকে ৩০০ টাকা দিয়ে ছুরি কিনে বাড়ি ফিরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে।

২৫ বিজিবি (সরাইল) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান আরিফ, পিএসসি বলেন, সকালে সীমান্ত এলাকা অতিক্রম করার সময় টহলরত বিজিবি সদস্যরা আসামিকে গ্রেফতার করেছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর