বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জেলখানায় পরিচয়, ছাড়া পেয়ে দিনদুপুরে দস্যুতা

আটক ৪ অস্ত্র উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি বাসায় দিনদুপুরে দস্যুতার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান এসব তথ্য জানান। আটকরা হলেন- মতিউর রহমান ওরফে মতিন খান (৩৩), শরীফ শেখ (২৪), ইসমাইল প্রতীম (৩৭) ও কবির হোসেন (৩৫)। মতিন খান ও শরীফ শেখের বাড়ি রাজবাড়ী, ইসমাইল প্রতীমের বাড়ি মাগুরা ও কবির হোসেনের বাড়ি কুষ্টিয়া। জিএমপির উপপুলিশ কমিশনার জানান, ওই চারজন আগের বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় থাকাকালে একে অপরের সঙ্গে পরিচিত হয়। জেল থেকে ছাড়া পেয়ে পরিকল্পনামাফিক অস্ত্র সংগ্রহ করে চক্রবর্তী এলাকায় দেবাশীষ বিশ্বাসের ফ্ল্যাটে গিয়ে দস্যুতা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তারা ওই ফ্যাটে প্রবেশ করে গৃহকর্তার স্ত্রী ও বড় মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারপিট শুরু করে। তাদের ঘর তছনছ করে ও বড় মেয়ের গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেন জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আসামিদের আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে কাশিমপুর থানার মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করেছে।

সর্বশেষ খবর