শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে অটোরিকশা পাহাড়ি খাদে পড়ে তিন, বগুড়ায় সাংবাদিকসহ দুই, নাটোরে এক, চুয়াডাঙ্গায় এক, কক্সবাজারের চকরিয়ায় এক ও ময়মনসিংহে একজন মারা যান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি : রাঙামাটিতে মালবাহী লরির ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা পাহাড়ি খাদে উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- মো. নূর নবী (৪৫) ও মো. হানিফ (৫০)। একজনের পরিচয় জানা যায়নি। গতকাল রাঙামাটি সাপছড়ির শালবন এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫৬) নামে এক সাংবাদিক ও রতন (৪৫) নামে এক আনসার সদস্যের। নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বাড়ি ও রতনের বাড়ি উপজেলার উজ্জলতা গ্রামে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি। নাটোর : নাটোরের লালপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে পাওয়ার ট্রলিচালক নিহত হয়েছেন। নিহতের নাম বাপ্পি (১৯)। উপজেলার লালপুর-বাঘা সড়কের আট্টিকা জামতলায় এ দুর্ঘটনা ঘটে। বাপ্পি উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (৮৫) নিহত হয়েছেন। চকরিয়া (কক্সবাজার) : সড়ক দুর্ঘটনায় কাজি তৌফিক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তৌফিক কুমিল্লা সদর উপজেলার শসনগাছা গ্রামের কাজী বাড়ির কাজী জাহিদ হোসেনের ছেলে। ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে জিলাপি কিনতে গিয়ে ট্রাকচাপায় তানিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফুলপুর পৌরসভার সাহাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া সাহাপুর গ্রামের আমিনুলের মেয়ে।

সর্বশেষ খবর