শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলেন ২০ অসচ্ছল নারী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলেন ২০ অসচ্ছল নারী

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়েছেন বগুড়ার ২০ অসচ্ছল নারী। সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের হাপুনিয়ায় বসুন্ধরা শুভ সংঘের স্কুলে তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা-কলম, পেনসিলসহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। বক্তৃতা করেন এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সহসভাপতি লিমন বাশার, বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সদস্য মাহমুদুন্নবী রাসেল প্রমুখ।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন। এখানে যে ২০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন, তাদের প্রত্যেককে বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। তারা এটি দিয়ে পরিবারের সচ্ছলতা আনবেন। সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওই ২০ নারী। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামান করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া সাথী বেগম জানান, ‘আমার স্বামী কাঠের কাজ করে সংসার চালান। তার সামান্য আয়ে সংসার চালানো কষ্ট হয়। বসুন্ধরা শুভসংঘ থেকে ফ্রি প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। সন্তানদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব।’ প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন উপহার পেয়ে তার মতোই উচ্ছ্বাস প্রকাশ করেন অন্যরাও।

সর্বশেষ খবর