শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আখাউড়ায় আট স্কুলভবন ১ লাখ ৬৮ হাজারে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় নাম মাত্র মূল্যে আটটি বিদ্যালয়ের পুরনো ভবন বিক্রির অভিযোগ উঠার ঘটনায় গঠন করা তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার তারা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে প্রতিটি বিদ্যালয় ঘুরে দেখেন। তদন্ত কমিটি নিলামে উঠা ভবনগুলো দেখে এর মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এ সময় সঙ্গে থাকা সংশ্লিষ্টদের দাম নির্ধারণ করতে গিয়ে কী ধরনের নিয়ম মানা হয়েছে, কীভাবে দাম ধরা হয়েছে এসব বিষয় জানতে চান। আখাউড়ার ইউএনও রাবেয়া আক্তারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শান্তনু চৌধুরী বলেন, তদন্ত কাজ শেষ করে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। একাধিক সূত্র জানায়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটামাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ১ ফেব্রুয়ারি প্রকাশ্য নিলামে মাত্র ১ লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়। অভিযোগ আছে, এক প্রভাবশালী ব্যক্তি আগে থেকেই সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ভবনের মূল্য কম দেখাতে ‘সমঝোতা’ করেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান চার সদস্যের একটি তদন্ত কমিটি করেন।

এ অবস্থায় ভবনগুলো না ভাঙতে সংশ্লিষ্ট নিলাম ডাককারীদের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর