শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পানি নিয়ে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি নিয়ে সংঘর্ষে বর-কনেসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল বিকালে সদর উপজেলার কাঞ্চনিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়,  কাঞ্চনিবাজার এলাকার সরকার বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে চররুহিতা গ্রামের কামাল হোসেনের দুই বছর আগে বিয়ে হয়। বউ তুলে নেওয়ার জন্য গতকাল বরযাত্রীরা কনের বাড়িতে যায়। বরের দুলাভাই পানি চাইলে দিতে দেরি হওয়ায় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর-কনেসহ দুই পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন স্থানীয় জন প্রতিনিধিরা।

সর্বশেষ খবর