শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পটুয়াখালীতে দয়াময়ীর মেলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দয়াময়ীর মেলা

পটুয়াখালীর গলাচিপায় আড়াই শ বছরের প্রাচীন দয়াময়ীর মেলায় নেমে ছিল পুণ্যার্থীর ঢল। গতকাল উপজেলার সুতাবাড়িয়া নদীর পশ্চিমপাড়ে আয়োজন করা হয় এ মেলা। মেলা প্রতি বছর মাঘ মাসের সপ্তমী তিথি ঘিরে হয়ে আসছে। স্থানীয়ভাবে এটা সপ্তমীর মেলা নামেও পরিচিত। তৎকালীন জমিদার রাজা রাম সেন মজুমদার এ মেলা প্রবর্তন করেছিলেন। শুরুতে মাসব্যাপী মেলা হলেও যথাযথ পৃষ্টপোষকতার অভাবে কয়েক দশক ধরে এক দিনে নেমে এসেছে। বৃহত্তর বরিশাল অঞ্চলে এটিই অন্যতম প্রাচীন ধর্মীয় মেলা। সনাতন ধর্ম মতে দেবী কালীর আরেক নাম দয়াময়ী। তাই দয়াময়ী ও শিবের মন্দিরে পূজা দিতে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো পুণ্যার্থী ভিড় করেন।

সর্বশেষ খবর