শিরোনাম
রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ

নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

গোপালগঞ্জে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক সংকটসহ নানা কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, এখানে শিক্ষকসহ জনবল সংকট প্রকট। কলেজে ক্যান্টিন নেই। নিরাপদ পানির সমস্যা রয়েছে। চলাচলের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে ফুটপাতের ব্যবস্থা রাখা হয়নি। এসব কারণে আমাদের নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। যে লক্ষ্য নিয়ে সরকার এ কলেজ প্রতিষ্ঠা করেছে, তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কলেজসূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষকের অনুমোদিত পদ ৩৮টি। শিক্ষক রয়েছেন মাত্র আটজন। অফিস সহায়ক ও অফিস সহকারীর অনুমোদিত পদ ৩৬টি। আছেন আটজন। জনবল সংকট কলেজটির লক্ষ্য অর্জনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অতিথি শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম কোনোরকম চালিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় ৮ একর জমির ওপর ১৪৯ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগসুবিধাসংবলিত কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ওই বছর প্রথম ব্যাচে ১১৪, দ্বিতীয় ব্যাচে ১২০ ও তৃতীয় ব্যাচে ১২৩-এ ৩৫৭ শিক্ষার্থী অধ্যয়নরত।

তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রায়হানের অভিভাবক রিজভী হাসান রুবেল বলেন, ‘ছোট ভাইকে আমরা জেনারেল লাইনে পড়াতে পারতাম। ওই লাইনে না দিয়ে টেকনিক্যালে দিয়েছি; যাতে সে স্মার্ট বাংলাদেশের সৈনিক হতে পারে। কলেজটিতে শিক্ষক ও জনবল সংকট প্রকট। এ কারণে কলেজে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।’

কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার নামে এ কলেজ। শিক্ষক ও জনবল সংকটে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তার পরও আমরা মানসম্মত শিক্ষা প্রদান করে যাচ্ছি। এখানে শিক্ষক ও প্রয়োজনীয় জনবল দেওয়ার জন্য আমি একাধিকবার বস্ত্র অধিদফতরে চিঠি দিয়েছি। তারা এ সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর