রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরকারি বই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক

গাইবান্ধা প্রতিনিধি

সরকারি বই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভ্যানে করে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের সরকারি বই বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় আটক করেছেন স্থানীয়রা। বইগুলো উপজেলার চি পুর ফজলুল হক (এফ হক) উচ্চবিদ্যালয় ও কলেজের। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় প্লাস্টিকের বস্তায় ভরে ভ্যানে করে বইগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় জনগণ তা আটক করে থানায় খবর দেয়। পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরাস্তা মোড় থেকে বইগুলো উদ্ধার করে। পরে উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে জব্দকৃত বইগুলো ওই প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে একটি রুমে সিলগালা করে রাখা হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, ‘আমি বই বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিজেই এগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।’ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান বলেন, ‘বিক্রির জন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষক বইগুলো নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন।’ অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদ মিয়া বলেন, ‘স্কুলের উন্নয়নকাজ চলছে। টাকারও দরকার, তাই বইগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বইগুলো এখন প্রতিষ্ঠানেই আছে। বই বিক্রির বিষয়টি বিদ্যালয় সভাপতি ও অধ্যক্ষ স্যার জানেন।’ সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত বইগুলো ওই স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে। এ ব্যাপারে শিক্ষা অফিস ব্যবস্থা নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মন্ডল বলেন, স্থানীয়দের হাতে আটক বইগুলো স্টোরেজ করা হয়েছে। আজ বইগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর