শিরোনাম
রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাফনের দুই মাস পর লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে শাহেনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে সিআইডি। গতকাল উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামে স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। সুবর্ণচর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে চরজব্বর থানা পুলিশ এ কাজে সহযোগিতা করে। জানা যায়, শাহেনার মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে তার বাবা আবুল হাসেম নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে হত্যা মামলা করেন। আদালত পরে লাশ উত্তোলন করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর