রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অপ্রাপ্ত বয়সেই তিন বিয়ে সংবাদ প্রকাশে মামলা

লালমনিরহাট প্রতিনিধি

অপ্রাপ্ত বয়সেই তিন বিয়ে সংবাদ প্রকাশে মামলা

বাল্যবিয়ে মুক্ত জেলা লালমনিরহাটে অপ্রাপ্ত এক ছেলের তিন বিয়ের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন নিকাহ রেজিস্ট্রার। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী ওমর আলী রংপুর আদালতে এ আবেদন করেন। মামলাটি তদন্তের জন্য লালমনিরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত সংবাদকর্মীরা হলেন- সাংবাদিক আশরাফুল হক, নিয়ন দুলাল, লিয়াকত আলী ও আবদুর রাজ্জাক। জানা যায়, রাজু মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আউয়াল মিয়ার ছেলে। তার জন্ম সনদ অনুযায়ী বয়স ২০ বছর। সরকারি বিধিমতে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ২১ বছর। অথচ ২০ বছরেই তিন বিয়ে করেছেন তিনি। যার মধ্যে দুটি বিবাহ বিচ্ছেদ।

সদর থানা ওসি ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশে তদন্ত চলছে। আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। মোগলহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী ওমর আলী বলেন, ‘রাজুর আগের বিয়ে এবং তার বিচ্ছেদও আমার মাধ্যমে হয়েছে। তবে দ্বিতীয় বিয়ে আমি রেজিস্ট্রি করিনি।’ রাজুর প্রথম বিয়ের বর-কনে অপ্রাপ্ত থাকলেও সে বাল্যবিয়ে কীভাবে দিলেন এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। জেলা রেজিস্ট্রার খালিদ বিন আসাদ বলেন, ‘মেয়ের ১৮ এবং ছেলের ২১ বছরের আগে বিয়ে আইনত অপরাধ। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর