রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মিটার চোর চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের এনামুল হকের ছেলে সজীব হোসেন (১৯), শফির ছেলে শাহাদত আলী ও খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৫)। শুক্রবার জেলার দুপচাঁচিয়া পোরসভার সিও মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাই বৈদ্যুতিক মিটার ও চুরিতে ব্যবহার করা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বগুড়া র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আটক ওই তিনজনের মধ্যে সজীব হোসেন এ চক্রের মূলহোতা। তারা জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। এমনকি মিটার চুরির পর চিরকুট লিখে টাকা দাবি করত। তাদের কাছ থেকে তিনটি চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর