সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পানি সংকটে দুর্ভোগে যাত্রীরা

নাটোর রেলওয়ে স্টেশন

নাটোর প্রতিনিধি

পানি সংকটে দুর্ভোগে যাত্রীরা

উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম ব্যস্ত নাটোর রেলওয়ে স্টেশন। প্রায় পাঁচ মাস ধরে এখানে বন্ধ রয়েছে পানি সরবরাহ। স্টেশনে পানির চরম সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনযাত্রীরা। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যবর্তী স্থানে অবস্থান নাটোর রেল স্টেশনের। প্রতিদিন এসব স্থানের যাত্রীরা নাটোর থেকে ট্রেনে যাতায়াত করেন। এ স্টেশনে নেই প্রয়োজনীয় পানি সরবরাহ ব্যবস্থা। বৃহৎ এ স্টেশনে রয়েছে মাত্র একটি টিউবওয়েল, তা-ও পাঁচ মাস ধরে বিকল। এ ছাড়া যাত্রী বিশ্রামাগারে সব সময় পানি মেলে না। নাটোর থেকে লালমনিরহাট, পঞ্চগড়, রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, খুলনা ও ঢাকা পথে প্রতিদিন ৩২টি ব্রড ও মিটার গ্রেজ ট্রেন চলাচল করে। ২৪ ঘণ্টাই স্টেশনে থাকে যাত্রী সমাগম।  যাত্রী আবদুর রহমান বলেন, এত বড় স্টেশনে একটি মাত্র টিউবওয়েল তা-ও নষ্ট। পানির ট্যাপও নেই। নাটোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ট্রেনেই বেশির ভাগ সময় যাতায়াত করতে হয়। পুরো স্টেশনে পানি নেই। ওয়াশ ব্লকটি অচল হওয়ায় হাত ধুতে হলেও পানি কিনতে হয়। সাধারণ যাত্রীদের অনেকের পানি কিনে পান করার সামর্থ্য নেই। বর্তমানে স্টেশনে পানি সংকট প্রকট হয়ে উঠেছে। স্টেশনে অপেক্ষমান যাত্রীদের সেবার লক্ষ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাটোর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোছা. কামরুন নাহার বেগম বলেন, টিউবওয়েলটি অনেক আগের। মেরামত করলেও বারবার নষ্ট হয়। পানির সমস্যাসহ স্টেশনের বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকবার জানানো হয়েছে। প্রায় পাঁচ মাস টিউবওয়েলটি বিকল থাকায় স্টেশন পরিচালনায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলেও স্থায়ী সমাধান হচ্ছে না। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, নাটোর রেলওয়ে স্টেশনে পানি সংকটের বিষয়টি আমার জানা ছিল না। খুব শিগগিরই স্টেশনে পর্যাপ্ত টিউবওয়েল ও পানির ট্যাব বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর