সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তিন উপজেলায় কেএনএফের হরতাল, বন্ধ ছিল যান চলাচল

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নব্য সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) ডাকা হরতালে গতকাল সকাল থেকে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যানবাহন বন্ধ ছিল। কেএনএফ তাদের নিজস্ব ফেসবুক আইডিতে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় হরতাল ডাকলেও রোয়াংছড়িতে সীমিত পর্যায়ে গাড়ি চলাচল করছে। স্থানীয় সূত্র জানায়, রুমা সদর ঘাটে অবস্থিত বান্দরবান-রুমা যাতায়াতকারী বাস কাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমা সকালে কাউন্টারে আসার পথে হামলার শিকার হন। হরতাল কর্মসূচিকে গুরুত্ব না দিয়ে বাস চালুর জন্য লাইনম্যান অফিসে যাচ্ছে এমন অভিযোগে কেএনএফ তার ওপর হামলা চালায়।

১৩ ফেব্রুয়ারি রুমা উপজেলা সদর ইউনিয়নের রিঝুক পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে উহ্লাচিং মারমা (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উহ্লাচিং মারমার স্বজনরা কেএনএফকে দায়ী করে। প্রতিবাদে পর দিন ‘রুমা সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ হয়। মিছিল শেষে যাওয়ার পথে কিছু লোক বম সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এসব ঘটনা নিয়ে হরতাল-পাল্টা হরতাল কর্মসূচি দেওয়া হচ্ছে। রুমা থানার ওসি শাহজাহান জানান, পরিস্থিতির যেন অবনতি না ঘটে পুলিশ সে বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

সর্বশেষ খবর