সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি

পবিপ্রবি প্রশাসনিক ভবন ঘেরাও

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবি প্রশাসনিক ভবন ঘেরাও

পবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা প্রো-ভিসির পিও শামসুল হক রাসেলের বিচার দাবিতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। বেলা ১২টায় একই দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে মৌন মিছিল ও মানববন্ধন হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া মুন্না জানান, এ ঘটনায় জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দাফতরিক কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ধরনের ঘটনা ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টায় শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষি কুঞ্জের ডাইনিং কক্ষে অভিযুক্ত রাসেল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অন্য শিক্ষকদের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে দেখে নেওয়ারও হুমকি দেন। শামসুল হক রাসেল বলেন, ওই শিক্ষকের সঙ্গে তার কেবল কথা কাটাকাটি হয়েছে। অন্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

 

সর্বশেষ খবর