মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিশু হত্যায় একজনের ফাঁসি, যাবজ্জীবন ১

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে শিশু আবুবকরকে অপহরণ ও হত্যা মামলায় এক আসামির ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান গতকাল এ রায় দেন। ফাঁসির দন্ড পাওয়া আসামির নাম জিন্দার খলিফা। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে মাহাবুল শেখকে। ২০১৯ সালের ১ জুলাই সন্ধ্যায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া থেকে আবুবকরকে অপহরণ করেন জিন্দার ও মাহাবুল। পরে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে বিলে ডুবিয়ে রাখা হয়। আবুবকরের খোঁজ না পেয়ে থানায় মামলা করেন নিহতের বাবা পাচু খলিফা। তদন্ত শেষে পুলিশ জিন্দার ও মাহাবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

সর্বশেষ খবর