মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীতে সিএনজি অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। দেবীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গতকাল এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার  দক্ষিণ আঁধারমানিক গ্রামে। আহত জাহিদ আলম সিএনজি অটোরিকশাটির চালক। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর