বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাল্যবিয়ে মুক্ত হচ্ছে নীলফামারী পৌরসভা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌরসভা বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। পৌরসভা সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ইয়াসিন আলী। জানানো হয়, নীলফামারী পৌর এলাকায় ১৪ থেকে ২১ বছর বয়সী ১ হাজার ২৬৫ জন ছেলে ও ১২ থেকে ১৮ বছর বয়সী ১ হাজার ১২১ জন মেয়ে রয়েছে। ছেলে ও মেয়েদের এ সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এ সময়ে বাল্যবিয়ের শিকার হতে পারে ছেলে কিংবা মেয়ে। একজনও যাতে বাল্যবিয়ের শিকার না হয় এ জন্য চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। বছরের শেষদিকে নীলফামারী পৌর এলাকাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করতে পারব।

সর্বশেষ খবর