বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিশোরকে গাছে ঝুলিয়ে মারধর চাঁদার জন্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চাঁদার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলায় দিদার হোসেন নামে ১৪ বছরের এক কিশোরকে এক পা গাছে ঝুলিয়ে মারধর করেছে একদল বখাটে। এ সময় তারা কিশোরের পরিবারের কাছে মোবাইল ফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করলেও শেষ পর্যন্ত ৩০ হাজার টাকায় মুক্তি মেলে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী দিদার হোসেনের বাবা মো. খায়ের মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিরা হলেন উপজেলার চরচারতলা গ্রামের জামির (৪১), মাসুদ রানা (৩১), তোফাজ্জল (২৮), সাইফুল ইসলাম শাকিল (৩০), নাসির (৪০) ও আকাশ (৩০)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তোফাজ্জলের কাছে দিদারের কাজের পাওনা ৮০০ টাকা চাইতে গেলে তোফাজ্জল তা দিতে অস্বীকার করে। এ সময় দিদারের সঙ্গে তোফাজ্জলের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। দুপুরে দিদার বাড়ি থেকে বের হলে একই এলাকার কয়েকজন দিদারকে তুলে নিয়ে গাছে বেঁধে পেটায়। আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর