বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অমর একুশে বইমেলা ও স্বেচ্ছায় রক্তদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনের অমর একুশে বইমেলা, শীতের পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল চিরিরবন্দর উপজেলা চত্বরে এ বইমেলা উদ্বোধন করেন ইউএনও এ কে এম শরীফুল হক। এ বইমেলা পরিদর্শন করেন জার্মানের দুজন নাগরিক।

বইমেলায় ১৫টি স্টল রয়েছে। এসব বইয়ের স্টলে বিভিন্ন প্রকাশনীর হাজারো বইয়ের সমারোহ। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। একুশে বইমেলার পাশাপাশি চলছে শীতের পিঠা উৎসব। বইমেলা ও পিঠা উৎসব মেলা ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চলবে।

চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়। চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক শাহরিয়ার সরকারসহ চারজন রক্তদান করেন।

সর্বশেষ খবর