বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চালক ঘুমে, সহকারী বাস চালানোর সময় ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত ২

প্রতিদিন ডেস্ক

চালক ঘুমে, সহকারী বাস চালানোর সময় ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত ২

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রলির সংঘর্ষেজ দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জ, খাগড়াছড়ি, বগুড়া, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা-মেয়েসহ আরও সাতজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- শেরপুর : সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিদুর রহমান (২৬) ও গোলাম ফারুক লিটন (৫০)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বকশীগঞ্জগামী নাইটকোচ মা মণি পরিবহনের চালক বাসেই ঘুমাচ্ছিলেন। এতে চালকের সহকারী বাস চালিয়ে যাওয়ার সময় লাকড়িবাহী ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মুন্সীগঞ্জ : দুপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- বরিশালের কামাল হোসেন (৩১) ও তার মেয়ে মাহিরা মাহির (১০)। খাগড়াছড়ি : মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় গতকাল পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুই নারী নিহত  ও ১০ জন আহত হয়েছেন। তারা হলেন- প্রীতি বালা গুহ (৪৫) ও অনিমা ঘোষ (৬৫)। বগুড়া : বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলায় বিকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৮)। সাতক্ষীরা : দুপুরে তালতলায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : বিকালে শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

সর্বশেষ খবর