বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঋণের নামে কৃষকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামে একটি এনজিওর বিরুদ্ধে অর্ধশতাধিক কৃষককে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন অঙ্কের সঞ্চয় জমা দিয়ে ঋণ নিতে গিয়ে অফিস তালাবদ্ধ দেখেন তারা। বন্ধ পাওয়া যায় কথিত কর্মকর্তাদের মুঠোফোন নম্বরও। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌর শহরের কালিগঞ্জ বাজারে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী জানান, ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ সরকার অনুমোদিত এনজিও দাবি করে অফিস হিসেবে কালিগঞ্জ বাজারের রফিজ আলীর বাসা ভাড়া নেয়। তাদের প্রলোভনে পড়ে বাজার-সংলগ্ন ধোপাখলা গ্রামসহ আশপাশের হতদরিদ্র ৭০-৮০ কৃষক বিভিন্ন হারে প্রায় ২০ লাখ টাকা জমা দেন। বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, অভিযোগ এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সর্বশেষ খবর