শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঐতিহ্যবাহী কুস্তি খেলা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঐতিহ্যবাহী কুস্তি খেলা

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে প্রায় ৩০০ বছর ধরে চলছে হযরত পীর শাহবাজ (র.)-এর ওরস। ওরস উপলক্ষে বুধবার শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। প্রথম দিন মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী কুস্তির লড়াই। কুস্তি খেলা দেখতে আশপাশের কয়েক জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ ভিড় করেন। বিভিন্ন ইভেন্টে শতাধিক কুস্তিগির প্রতিযোগিতায় অংশ নেন। বুধবার বিকালে শুরু হয়ে প্রতিযোগিতা চলে গভীর রাত পর্যন্ত। পরে বিজয়ীদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া মেলায় নাগরদোলাসহ শিশুদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। প্রতিদিন থাকছে বাউল গানের আয়োজন। মেলা উপলক্ষে গাজীপুর ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

সর্বশেষ খবর