শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ড্রেনের পানিতে সয়লাব সড়ক ঢুকছে বাসাবাড়িতেও

নীলফামারী প্রতিনিধি

ড্রেনের পানিতে সয়লাব হয়ে গেছে সৈয়দপুর পৌর এলাকার কয়েকটি সড়ক। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকছে বিভিন্ন বাসাবাড়িতেও। তাছাড়া রাস্তায় যত্রতত্র ময়লা ফেলায় হাঁটা কষ্টকর হয়ে পড়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া, কাজিহাট ও হাওয়ালদার পাড়ার নারী পুরুষ শিশুরা গতকাল মানববন্ধন করেছেন। দ্রুত প্রতিকার চেয়ে দিয়েছেন আলটিমেটাম। বেলা ১১টার দিকে ওই তিন এলাকার মানুষ পৌর সবজি বাজার থেকে নয়াবাজার মোড় পর্যন্ত মানববন্ধন করেন। বক্তারা বলেন, আমরা এলাকাবাসী আজ অসহায়। পৌর ট্যাক্স ঠিকই আদায় করা হচ্ছে কিন্তু বিন্দুমাত্র নাগরিক সুবিধা পাচ্ছি না। প্রধান রাস্তায় ময়লার ভাগাড়। ড্রেনের পানি বাড়িতে উঠেছে। পোকা আমাদের বিছানায় চলে আসে। পৌরসভা একবারও ড্রেন ভালোভাবে পরিষ্কার করেনি। ওয়ার্ড কাউন্সিলরকে বারবার বলা হয়েছে, এনে দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ তিনি করেননি। স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন বলেন, যেমন বরাদ্দ পাচ্ছি কাজ করে যাচ্ছি। ওই এলাকাবাসী আসলে দুর্ভোগে আছে। কীভাবে সমস্যা সমাধান করা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত ড্রেন সংস্কার, রাস্তার আবর্জানা অপসারণে পৌর পরিষদ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ১০ নম্বর ওয়ার্ডবাসীর দুর্ভোগের ব্যাপারে অবগত আছি। আমরা দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর